প্রকাশিত: Sun, Dec 10, 2023 10:20 AM আপডেট: Tue, Jan 27, 2026 12:24 PM
[১]দক্ষিণ এশিয়ায় সেরা শিক্ষকের স্বীকৃতি পেলেন জবি অধ্যাপক জহির উদ্দিন
অপূর্ব চৌধুরী, জবি: [২] যুক্তরাজ্যের লন্ডন স্কুল অফ ডিজিটাল বিজনেস (এলএসডিবি) থেকে দক্ষিণ এশিয়ায় বছরের সেরা শিক্ষকের স্বীকৃতি পেয়েছেন তিনি।
[৩] ড. মো. জহির উদ্দিন আরিফ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক। বছরের সেরা শিক্ষক ক্যাটাগরিতে তিনি রিজিওনাল এডুকেশন অ্যাওয়ার্ড (এলআরআই) অর্জন করেন ।
[৩] গত ০৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) এলএসডিবি বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। জবি অধ্যাপকের এমন অর্জনে বিশ্ববিদ্যালয় জুড়ে আনন্দ বিরাজ করছে।
[৪] অধ্যাপক মো. জহির উদ্দিন আরিফ দক্ষিণ এশিয়ার একজন শিক্ষাবিদ ও গবেষক। তার ৪৫টি গবেষণা প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক পিয়ার রিভিউ জার্নালে প্রকাশিত হয়েছে। পাশাপাশি ২০টি প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন কনফারেন্সে উপস্থাপিত হয়েছে।
[৫] তিনি শিক্ষা ও গবেষণা কর্মে অবদানের স্বীকৃতিস্বরূপ উক্ত অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হওয়ায় আর্জেন্টিনাসহ বিশ্বব্যাপী কনস্টিটিউন্ট পার্টনার ক্যাম্পাস সমৃদ্ধ ক্রাউন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল চার্টার্ড ইনকর্পোরেটেডের উপাচার্য ইউনেস্কো লরিয়েট অধ্যাপক স্যার বাশিরু আরেমু-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
[৬] ড. মো. জহির উদ্দিন ‘আমাদের নতুন সময়’কে বলেন, এই অ্যাওয়ার্ডটি আমি শিক্ষক,শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের উৎসর্গ করেছি। দেশের এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হয়ে আমি যেন গবেষণা কার্যক্রমে আরও অবদান রাখতে পারি সেটিই মূল লক্ষ্য। আমি কাজের মাধ্যমেই এগিয়ে যেতে চাই। আমার শিক্ষার্থীদের মধ্যে গবেষণার জ্ঞান বিতরণে সর্বোচ্চ চেষ্টা করতে চাই।
[৭] প্রসঙ্গত, এ বছর বিশ্বের ৩২ টি দেশের শিক্ষাবিদ ও গবেষকরা বিভিন্ন বিভাগে রিজিওনাল এডুকেশন অ্যাওয়ার্ড ২০২৩ অর্জন করেছে।
[৮] অধ্যাপক ড. মো. জহির উদ্দিন আরিফ আর্জেন্টিনার ক্রাউন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল চার্টার্ড ইনকর্পোরেটেড এবং গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর ট্রাস্টি বোর্ডের সদস্য। তিনি তার সেরা গবেষণাপত্রের জন্য সাউথ এশিয়ান জার্নাল অফ মার্কেটিং এবং যুক্তরাজ্যের এমেরাল্ড লিটারেটি অ্যাওয়ার্ড ২০২২ অর্জন করেছেন। সম্পাদনা : সমর চক্রবর্তী
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট